মোঃ মাহাবুর রহমান, ষ্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের বিরামপুরে স্কুল ছাত্রীকে উত্যক্তের অভিযোগে মোঃ মমিনুল ইসলাম (১৮) নামে এক যুবককে ৬ মাসের কারাদন্ডের রায় প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
মমিনুল ইসলাম উপজেলার দেশমা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
বুধবার দুপুরে ২টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস,এম মনিরুজ্জামান আল মাসউদ ভ্রাম্যমান আদালতে এ রায় প্রদান করেন।
বিরামপুর থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, উপজেলার দেশমা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মমিনুল ইসলাম ৯ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার পর পৌর এলাকার মামুদপুর শান্তিমোড় গ্রামে তিন বছর ধরে তার মামার বাড়িতে কাজ করে আসছে। কিছুদিন যাবৎ সে শান্তিমোড় এলাকার ১০ম শ্রেণি পড়–য়া এক ছাত্রীকে সে প্রায়ই উত্যক্ত করে আসছিল।
বুধবার সকালে ঐ ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে উপজেলা গেটের সামনে মমিনুল তার গতিরোধ করে আপত্তিকর প্রস্তাব দেয়। এসময় পথচারিরা মমিনুলকে আটক করে। সংবাদ পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক মমিনুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।