
এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর পৌর সভার ৮নং ওয়াডের মিজাপুর গ্রামের ধান ক্ষেত থেকে শুক্রবার ( ২৯ সেপ্টম্বর) পুলিশ এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধু শিরিন আক্তার(৩৯) মিজাপুর গ্রামের সিদ্দিক মোল্লার স্ত্রী।
স্থানীয় কাউন্সিলার আবুল কালাম আজাদ বকুল জানান, শিরিন আক্তার গত বৃহস্পতিবার বিকেলে তার মেয়ের বাড়ি কাটলা দাউদপুর বেপারীপাড়া থেকে নিজ বাড়ি ফিরছিলো । এদিকে সে বাড়িতে না আসায় পরিবারের লোকজন সব জায়গায় খোঁজ খবর নেয়।
এই অবস্থায় শুক্রবার(২৯ সেপ্টম্বর) বিকেল ৫ টার পর প্রতিবেশীরা দেখতে পায় রাস্তা থেকে একটু দুরে এক ডোবার মধ্যে শিরিন আক্তারের লাশ পানিতে পড়ে আছে। এই সময় পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পুলিশ এসে পানি থেকে শিরিনা আক্তারের লাশ উদ্ধার করে। এই সময় তার কাছে ১৭ হাজার টাকা ও মোবাইল ও কানের দুল ছিল।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, এ বিষয়ে নিহতের পরিবারের কোন অভিয়োগ না থাকায় লাশ স্বজনদের মাঝে হস্তান্তর কার হয়।