দিনাজপুর প্রতিনিধিঃ
জেলার বিরামপুর উপজেলায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও ১৮০ পুড়িয়া হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটকৃত নারী উপজেলার ইসলাম পাড়া এলাকার সেলিম মিয়ার স্ত্রী ও মাদক বিক্রেতা মাহফুজা বেগম (৩০)।
দিনাজপুর ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) রেদওয়ানুর রহিম জানান, মঙ্গলবার ৬ মে রাত এগারোটার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর উপজেলার কারাগার এলাকায় মাদক বিক্রিকালে অভিযান চালিয়ে মাহফুজা নামের এক নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা ৫০ পিস ইয়াবা ও ১৮০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত মাহফুজাকে বিরামপুর থানায় সর্পদ করে মাদকদ্রব্য আইনে ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।