দিনাজপুর প্রতিনিধি : বিরামপুর থানা পুলিশ পৌর এলাকা থেকে অপহৃত কিশোরীকে সীমান্তবর্তী হিলি থেকে উদ্ধার ও অপহরণের অভিযোগে ৪ জনকে আটক করে বুধবার (১৯ ফেব্রু:) আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।
মামলা সূত্রে প্রকাশ, বিরামপুর পৌর এলাকার রামপুর (হাবিবপুর) গ্রামের তরিকুল ইসলামের ৮ম শ্রেণি পড়ুয়া ১৪ বছরের মেয়ে ১১ ফেব্রুয়ারী রাতে নিজ বাড়ি থেকে অপহৃত হয়। অভিযোগ তদন্তে বিরামপুর থানার এসআই আল-মামুন চৌধুরী মঙ্গলবার (১৮ ফেব্রু:) সীমান্তবর্তী হিলি হাকিমপুর শহর থেকে অপহৃতাকে উদ্ধার এবং ঘটনার প্রধান আসামী বিরামপুরের হরেকৃষ্টপুর গ্রামের ২ সন্তানের জনক লাবু (৩৭) এবং সহযোগি জুয়েল (৩০), নবাবগঞ্জের খাজা মিয়া ও পাঁচবিবির সাইদুরকে (৩০) আটক করেন। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার (১৯ ফেব্রু:) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।