বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বিরামপুরে কয়েলের আগুনে ২ টি গরু পুড়ে গেছে

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় অগ্নিকান্ডের ঘটনায় ৪টি ঘর ২টি গরু পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের হরিহরপুর গ্রামে । শনিবার রাত ১১টার সময় বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের পাশ্ববর্তী হরিহরপুর গ্রামের কাশি চৌকিদার প্রতিদিনের ন্যায় রাতে ঘুমানোর সময় কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে ছিলেন।  কয়েল থেকে ঘরের চালায় আগুন লাগে। পরে ঐ আগুন ছড়িয়ে গেলে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা ২টি গরু ও নগদ অর্থসহ ১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২নং কাটলা ইউনিয়নের চেয়ারম্যান এম সামসুল আলম সরকারী অনুদানের মাধ্যমে আগুনের ক্ষয় ক্ষতি পুশিয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন।

Spread the love