বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বিরামপুরে গুলি ও অস্ত্র উদ্ধার

মো, মাহাবুর রহমান, িবরামপুর,প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলার মির্জাপুর নামক স্থানে শুক্রবার ভোরে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) কাটলা বিশেষ ক্যাম্প অভিযান চালিয়ে ১রাউন্ড গুলি ও ১টি দেশীয় তৈরী রিভালবার উদ্ধার করে ৷

বিজিবির কাটলাবিশেষ ক্যাম্প কমান্ডার হাবিলদার মনিরুজ্জামান মনির জানান, গোপন সংবাদের ভিক্তিতে সঙ্গীয়ফোর্স সহ বিরামপুর মির্জাপুর অদিবাসি পাড়া নামক স্থানে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১রাউন্ড গুলি ১টি দেশিয় তৈরী রিভালবার উদ্ধার করা হয়৷

বর্ডার গার্ড বাংলাদেশ ২৯ বিজিবির অধিনায়কে  লে: কর্নেল আকবর আলী  রিভালবার আটকের ঘটনার সত্যতা স্বীকার করেন৷