
মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলাসহ সারাদেশে গুপ্ত হত্যার প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে উপজেলা ছাত্রলীগের উদ্দ্যোগে এক বিরাট বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা ১১টায় বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আল ইমরান উজ্জলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা চেরয়ারম্যান আলহাজ¦ পারভেজ কবির, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সৈয়দ মর্তুজা আল মাহমুদ, রবিউল আলম সবুজ, বিপ্লব হোসেন প্রমূখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি দেশে ঘটে যাওয়া গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলাসহ সারাদেশে গুপ্ত হত্যার প্রতিবাদে জনগনকে এখনি সোচ্চার হতে হবে। জনগন সরকারের পাশে থাকলে দেশকে জঙ্গি মুক্ত করা সম্ভব হবে। সেজন্য জনগনকে সাথে নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি জঙ্গি মুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানান বক্তারা।