দিনাজপুর প্রতিনিধি: বিরামপুরে পুত্রের চুরিকাঘাতে পিতার মুত্যু।
ঘটনার বিবরনে জানা যায়, বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুর মন্ডল পাড়া গ্রামের অবরসর প্রাপ্ত পুলিশের এ এস আই আফতাব হোসেনের ছেলে ছাত্রলীগ নেতা কয়েকটি মামলার আসামী মানিক গত বৃহস্পতিবার রাতে জমির ধান দেওয়া নেওয়াকে কেন্দ্র করে বাবার সাথে তর্কবিতর্কে জড়িয়ে যায়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মানিক বাবা আফতাব হোসেনের পেটে চুরিকাঘাত পালিয়ে যায়। গুরতর আহত অবস্থায় আফতাব হোসেনকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে অবশেষে গতকাল ভোর ৪টায় সে হাসপাতালে মারা যায়।মারা যাওয়ার খবর জানার পর তার পরিবার ও এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।