জেণ্ডার বিষয়ে সচেতন করতে নর্দার্ণ ডেভেলপমেন্ট ফিউণ্ডেশন গতকাল বৃহস্পতিবার বিরামপুরে দম্পতি সমাবেশ ও সেমিনার করেছে। একই অনুষ্ঠানে উপজেলার আদিবাসী দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা অনুদানের টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা আদিবাসী ফেডারেশনের সভাপতি কেরোবিন হেমরমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম জিন্নাহ।
বক্তব্য রাখেন, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভানেত্রী ইসমত আরা, ইউ,পি চেয়ারম্যান আঃ লতিফ ও ইয়াকুব আলী, সংস্থার প্রোগ্রাম অফিসার মনোরঞ্জন সাহা, বিরামপুর ইউনিট ম্যানেজার আঃ সামাদ, উপজেলা এনজিও ফোরাম সভাপতি সিরাজুল ইসলাম, উপাধ্যক্ষ মেজবাউল হক, প্রধান শিক্ষক ইফতেখার হোসেন প্রমুখ।