দিনাজপুর প্রতিনিধি : গত সোমবার ১০ ফেব্রুয়ারী দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের আমাইল গ্রাম এলাকায় এসিআই মটরস্ লিমিটেড এর উদ্যোগে এক পাওয়ার টিলারের চাষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরস্ লিঃ এর সেলস ম্যানেজার আজম আলী, রিজিওনাল সেল্স ম্যানেজার শামিম আহ্মেদ, টেরিটরী ম্যানেজার আতিয়ার রহমান, মেকানিক আনসার আলী, আঃ রশিদ, দিনাজপুর শহরের মুন্সিপাড়াস্থ জাফর ট্রেডার্স এর প্রোপাইটর আরসাদ আলীসহ এলাকার কৃষক, শ্রমিক, শিক্ষক, ছাত্র, কৃষিবিদ, মেকানিক, ওয়ার্কসপ মালিক, ড্রাইভারসহ সাধারণ জনগন। প্রতিযোগিতায় এসিআই মটরস্ লিঃ এর আমদানিকৃত (R-24) আর টুয়েনটি ফোর পাওয়ার টিলার অল্প সময়ে অল্প তেল খরচে গভীরভাবে জমি চাষ করতে সমর্থ হয়।
বিরামপুরে পাওয়ার টিলার চাষ প্রতিযোগিতা অনুষ্ঠিত
Please follow and like us: