মো.মাহাবুর রহমান বিরামপুর প্রতিনিধিঃ
দিনাজপুর বিরামপুরে বিজিবি বিরামপুর বিশেষক্যাম্পের টহলদল ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে অভিযানচালিয়ে ১৩৭ বোতল ফেন্সিডিলসহ জনি (২৫) নামে এক যুবককে আটক করেছে।
বিজিবিসুত্রেজানাযায়, গত বুধবার সকাল৭টায় বিরামপুর বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নায়েব আব্দুস সালামের নেতৃত্বে বিজিবি দিনাজপুর ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১৩৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ জনি(২৫) নামে এক যুবককে আটককরে। আটক যুবক হাকিমপুর(হিলি) উপজেলার ধরনজা গ্রামের মৃতু: আজাদ খানেরপুত্র।
২৯ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেঃকর্ণেল জাহিদুর রশীদ আসামীসহ ফেন্সিডিল আটকের সত্যতা নিশ্চিকরে জানান, আটককৃত যুবকের বিরম্নদ্ধে বিরামপুর থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।
মো. মাহাবুর রহমান
বিরামপুর,দিনাজপুর
০১৭১৩-৬৮৬৪৫৩