
মোঃ মাহাবুর রহমান,বিরামপুর সংবাদদাতাঃ
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ২৯ ব্যাটালিয়নের বিরামপুর বিশেষ ক্যাম্প মাদক ও চোরকারবারী বিরোধি অভিযান চালিয়ে ৯শ ২৪ বোতল ফেন্সিডিল সহ প্রাইভেট কার আটক করেছে।
সোমবার রাত ৯টায় রাতে বিরামপুর বাজিতপুর প্রধান সড়কের গোবিন্দগঞ্জগামী একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-১২-৪৬৬৬) থেকে উক্ত ফেন্সিডিল আটক করা হয়।
২৯ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেঃকর্ণেল জাহিদুর রশীদ ফেন্সিডিল সহ প্রাইভেটকার আটকের সত্যতা নিশ্চি করে জানান, বিজিবি সন্দেহজনক ভাবে কারটি ধাওয়া করলে কার ফেলে কারের লোকজন পালিয়ে যায়। পরে কারটিকে তলস্নাশি চালিয়ে ৯শ ২৪ বোতল ফেন্সিডিল সহ প্রাইভেট কার আটক করা হয়।