বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩ ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরামপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

মোঃ মাহাবুর রহমান ॥ দিনাজপুরে বিরামপুরে বজ্রপাতে মহির উদ্দীন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।

মহির উদ্দীন উপজেলার কাটলা ইউনিয়নের শৈলান গ্রামের স্থানীয় বাসিন্দা।

বৃহস্পতিবার সন্ধ্যায় কাটলা ইউনিয়নের শৈলান পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন জানান, প্রতিদিনের ন্যায় মহির উদ্দীন বাড়ীর পার্শ্বেই জমিতে গরুর ঘাস কাটতে যায়। সন্ধ্যায় ফিরে আসার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন।

Spread the love