শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বিরামপুরে বিজিবি’র ফেন্সিডিল উদ্ধার

মো.মাহাবুর রহমান,বিরামপুরপ্রতিনিধিঃ

বিরামপুর রেলষ্টেশনে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে তল্লাসী চালিয়ে ২৯ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিরামপুর বিশেষ ক্যাম্পের টহল দল ফেন্সিডির ও জিরা আটক করেছে।

বিজিবি বিরামপুর বিশেষক্যাম্পের কমান্ডার হাবিলদাড় নজরুল ইসলাস জানান, গোপন সংবাদের ভিক্তিতে রবিবার দুপুর ২টার সময় বিরামপুর বিশেষক্যাম্পের হাবিলদাড় সাজেদুর রহমানএর নেতৃত্বে একটি টহলদল দিনাজপুরগামী দ্রতযান এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে ১৬০ বোতল ফেন্সিডিল ও ২৫ কেজি জিরা আটক করেছে।

ফুলবাড়ী ২৯ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল জাহিদুর রশীদ শাড়ী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মাদক দ্রব্যে ও চোরাচালান প্রতি রোধে সকল বিজিবি সর্তক তার সহিত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছি। তিনি আরো জানান, চোরাচালান ও মাদক দ্রব্যে পাচার প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহ থাকবে।

 

প্রেরক-মো.মাহাবুর রহমান

প্রতিনিধি

বিরামপুর.দিনাজপুর

০১৭১৩-৬৮৬৪৫৩

Spread the love