শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বিরামপুরে বিজিবি কর্তৃক মাদকসহ সাড়ে ৪লক্ষাধিক টাকার মালামাল আটক

দিনাজপুর প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি বিরামপুর উপজেলার মহিচান্দা, হামলাকুড়ি এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ৪,লক্ষ ৬৩হাজার ৩শত ৮৫টাকার বিভিন্ন মালামাল আটক করেছে।

 

বিরামপুর উপজেলার মহিচান্দা, হামলাকুড়ি এলাকায় শনিবার সন্ধ্যা ৬টা হতে রবিবার সকাল ১১টা পর্যন্ত পৃথক পৃথক অভিযানে উক্ত মালামাল আটক করে বিজিবি।

 

বিজিবি অধিনায়ক লে. কর্ণেল জাহিদুর রশীদ জানান, অভিযানে ৭ বোতল ভারতীয় মদ, ৪৫৪ বোতল ফেন্সিডিল, ১১০ প্যাঃ বিস্কুট, ৪টি শার্ট পিচ, ৫টি ষ্টীল মগ, ৭টি হরলিক্স, ৩৩টি জনসন বেবি, ১টি সনপাপড়ী, ২০টি পার্ক চকলেট, কেজি লং, ৩৬টি সসমেন, ১৪৬টি পেষ্ট, ৬০টি সাবান, ২৭টি বেবি ওয়েল, ২৩টি কিউকার তেল, ৬টি পাউডার, ৮টি ভ্যাসলিন লোসেন, ২২টি ক্রীম, ১৬টি লাল তিল, ৩৫ ব্রলিন ক্রীম, ৩২টি মুভ ক্রীম, ৬টি বেটনো ক্রীম, ৫টি জনশন ক্রীম, ৪টি জনশন পাউডার, ৩৩টি আমলা তেল, ০৬টি বডি স্পে, ৫টি ভ্যাসলিন লোশন, ৬টি ক্লিন এন্ড ক্লিয়ার, ২৩০০টি বনরত্ন পাতা তেল, ৩৬ টুথ ব্রাশ, ১৮টি চামচ, ৩টি সেম্প, ৯৯৮টি সেলি কাল ক্রীম, ৮০০০টি ভারতীয় ট্যাবলেট, ১৬৬ পাতা ভাঃ আতশ বাজি, ৫১৫টি সিটি গোল্ড চেইন আটক করা হয়েছে। আটক মালামালের আনুমানিক মুল্য- ৪,৬৩,৩৮৫/- টাকা।

Spread the love