বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বিরামপুরে বেভারেজ কোম্পানীর যাত্রা শুরু

Bavaresদিনাজপুরের বিরামপুরে রংপুর বিভাগের একমাত্র বেভারেজ কোম্পানী এফআর ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের রয়েল কিং এনার্জি ড্রিংকসের উৎপাদন ও বিপনন শুরু হয়েছে।
ইন্ডাষ্ট্রিজের মিলনায়তনে সেঞ্চুরি এগ্রো লিঃ এর জেনারেল ম্যানেজার (বিক্রয় ও বিপনন) মোঃ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল শুক্রবার রয়েল এনার্জি ডিংকসের উৎপাদন ও বিপননের শুভ উদ্বোধন করেন।
উৎপাদন ও বিপনন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইন্ড্রাষ্টিজের ব্যবস্থাপনা পরিচালক খায়রুল আলম, পরিচালক মাহফুজা বেগম, নির্বাহী পরিচালক মোজাম্মেল হোসেন মিঞাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলের পনের পাইকারী বিক্রেতাগন।
ব্যবস্থাপনা পরিচালক খায়রুল আলম জানান, অবহেলিত দক্ষিণ দিনাজপুরে কর্মসংস্থান ও সহজলভ্যে গুণগত পন্য সরবরাহ করার লক্ষ্যে তিনি বিরামপুরে এই ইন্ড্রাষ্ট্রিজের যাত্রা শুরু করেছেন।
প্রতি ঘন্টায় পাঁচ হাজার এনার্জি ডিংকস উৎপাদন লক্ষ্য নিয়ে ওই ইন্ডাষ্ট্রিজে ২’শ জন নারী ও পুরুষের কর্মসংস্থঅন হয়েছে। অচিরেই বিরামপুরে বেভারেজ শাখার আরো বিভিন্ন পন্যের কারখানা তৈরী করা হবে বলে খায়রুল আলম জানান।