ইউএনও এসএম মনিরুজ্জামান আল-মাসউদ শনিবার ২২
মার্চ বিরামপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯ জনকে
জরিমানা করেছেন।
উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, জলিল ফার্মেসীকে দশ
হাজার টাকা এবং সনদ ছাড়া টেকনিশিয়ান দিয়ে রোগ
নির্ণয় করায় অ্যাপোলো ডায়াগোনেষ্টিক সেন্টারকে দুই
হাজার টাকা জরিমানা করা হয়। বিরামপুর ঢাকা মোড়ে
প্রকাশ্যে ধুমপান করায় মনিক মিয়া, শাহ আলম, নরেশ
চন্দ্র ও এফাজ উদ্দিনকে মোট ছয়শ পঞ্চাশ টাকা
জরিমানা আদায় করা হয়।
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন ও বিক্রি
করায় পৌর শহরের হোটেল ব্যবসায়ী আমিরুল ইসলাম,
এনামুল হক, মোতালেব হোসেন, জালাল উদ্দিন এবং
ইসমাইল হোসেনকে মোট ছয় হাজার টাকা জরিমানা
আদায় করা হয়।
এছাড়া ড্রাইভিং লাইসেন্স ছাড়া মটরসাইকেল চালানোর
অপরাধে সামছুল হক, আনোয়ার হোসেন, রাশেদুল
ইসলাম, নজরুল ইসলাম, হরিদাস, শিবনাথ এবং মোঃ
মোস্তফাকে ১ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা
হয়েছে।
Please follow and like us: