মো. মাহাবুর রহমান, বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে মশফিকুর রহমান (৩৮) নামের এক যুবককে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার পর লাশ রেল লাইনে রাখ হয়েছে। সংশিস্নষ্টরা অভিযোগ করেছেন। পারিবারিক কলহের জের ধরে পরিকল্পিত ভাবে এ হত্যা কান্ড ঘটানো হয়েছে ।
নিহতের স্ত্রী লাইলী খাতুন (৩২) জানান, তিনি ছয় মাসের অমত্মঃসত্বা। ২২সেপ্টেম্বর সোমবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে তাঁর স্বামীর বড় ভাই আব্দুল মালেক ও তাঁর স্ত্রী আলেয়া বেগম তাঁকে মারধর করে। এক পর্যায়ে মালেক লাইলী বেগমের পেটে লাথি মারে। রাতে লাইলী বেগমের অবস্থার অবনতি হলে পরের দিন সকালে লাইলী বেগমকে বিরামপুর স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়।
ওই ঘটনার বিষয়ে লাইলীর বাবা মোফাজ্জল হোসেন বিরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। গত ২৪ তারিখ সকালে আব্দুল মালেক বিরামপুরের চাঁদপুরে তাঁর কর্মস্থলে যাবার সময় মোফাজ্জল হোসেন আব্দুল মালেককে ধরে নিয়ে গিয়ে তাঁর বাসায় বেঁধে রাখে। পরে পরিবারের লোকজন পুলিশকে দিয়ে মালেককে উদ্ধার করে।
মোফাজ্জল হোসেন জানান, এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার বিকেলে মশফিকুরের মা মমতাজ বেগম, বড় ভাই মালেক এবং তাঁর স্ত্রীর বড় ভাই জানে আলম মশফিকুরকে মারধর করে। এক পর্যায়ে আত্মরক্ষাতে মশফিকুর বাড়ি থেকে দৌড় দেয়। এ সময় মালেক, জানে আলম ও তাঁর কয়েকজন সহযোগী মশফিকুরকে ধাওয়া দিয়ে বিরামপুরে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে নিহতের শ্বশুর মোফাজ্জল হোসেন স্থানীয় চেয়ারম্যান, কাউন্সিলর ও পুলিশকে অবগত করেন।
তিনি আরো জানান, চাঁদপুর গ্রামের রাজমিস্ত্রি রানা ও বাবু রাতে কয়েকজন ব্যক্তিকে মশফিকুরকে ধাওয়া দিয়ে শহরের পলাশবাড়ি এলাকার রেললাইনের দিকে নিয়ে যেতে দেখেন। খবর পেয়ে তিনি স্থানীয়দের নিয়ে গভীর রাত পর্যমত্ম খোঁজাখুঁজির পরও মশফিকুরের খোঁজ পাননি।সকালে স্থানীয়দের মাধ্যমে বেগমপুর এলাকায় রেল লাইনের উপরে মশফিকুরের দ্বিখন্ডিত লাশ পড়ে থাকার খবর পান।
মোফাজ্জল হোসেন অভিযোগ করেন, মালেক ও জানে আলমসহ তাঁদের সহযোগীরা জামাতা মশফিকুরকে হত্যা করে লাশ রেল লাইনের উপরে ফেলে রাখে। ঘটনায় তিনি হত্যা মামলা দায়ের করবেন বলে জানান।
এ বিষয়ে কথ বলতে মশফিকুরের বাড়িতে গিয়ে মালেক ও জানে আলমকে পাওয়া যায়নি।
রেলওয়ের পুলিশের হিলি থানার এসআই আকবর হোসেন জানান, প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশটি রেললাইনে ফেলে রাখা হয়েছে।
বিরামপুর থানার ওসি মোঃ মমিনুল ইসলাম জানান, মশফিকুরের স্ত্রীকে মারপিটের অভিযোগ দায়ের করা অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ঘটনাটি একটি হত্যাকান্ড বলেই মনে হচ্ছে।
স্থানীয় ১নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের চেয়ারম্যান মোসত্মাফিজুর রহমান ফিজুল জানান, পারিবারিক কলহের জের ধরে মশফিকুরকে তাঁর পরিবারের লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে।
মো. মাহাবুর রহমান, প্রতিনিধি
বিরামপুর,দিনাজপুর
০১৭১৩-৬৮৬৪৫৩