আজ সোমবার বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানী নিরাপত্তায় গ্রাহকের ভুমিকা নিয়ে বিরামপুর উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা হয়েছে। এতে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের তানজিদুর রহমান ১ম, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের এসএম ইমজিয়াজ মাহমুদ ২য় এবং আমানুল্লাহ আর্দশ বিদ্যানিকেতনের জেসমিন আকতার জুঁই ৩য় স্থান অধিকার করেন। এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার এসএম মনিরুজ্জামান আল মাসউদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম জিন্নাহ, সাবেক পৌর চেয়ারম্যান অধ্যাপক আক্কাছ আলী, পল্লীবিদ্যুতের এজিএম (অর্থ) আ. আজিজ, শিক্ষক সমিতির উপজেলা সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখ।