মাহাবুর রহমান,বিরামপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে বাপ্পী চন্দ্র মহন্ত (১০) শিশুকে অপহরণের ৮ দিন পার হলেও অপহরনের মূলপরিকল্পনা কারীকে আজও গ্রেফতার করতে পারেনী পুলিশ।
পুলিশ গত বৃহস্পতিবার বাপ্পিকে উদ্ধার ও অপহরণের সহযোগিতা করার অপরাধে অমেদ আলী (৪০) ও মামনুর রশীদ (৩৭) নামের দুই ব্যক্তিকে আটক করেছে। বাপ্পি মুকুন্দপুর ইউনিয়নের উড়ুম্বা গ্রামের বিপস্নব চন্দ্র মহমত্মর ছেলে এবং উড়ুম্বা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
অপহরনের পরিকল্পনা ও সহযোগিতা করায় প্রতিবেশি সামছুদ্দিনের ছেলে এলাকার চিহ্নিত ফেন্সিডিল ব্যবসায়ী সাখোয়াত হোসেন মূল অপহরন কারী হাকিমপুর উপজেলার সাধুরিয়া গ্রামের মুক্তার হোসেন ও তার তিন সহযোগি একই উপজেলার কাকড়াবালি গ্রামের অমেদ আলী, মামুনুর রশিদ ও আজ্ঞাত নামা আরো এক জনের বিরুদ্ধে মামলা করেছে বিপ্লব চন্দ্র মহন্ত ।
বাপ্পির বাবা জানান, এলাকার চিহিৃত মাদক ব্যাবসায়ী সাখোয়ত হোসেন গত সোমবার মুক্তার হোসেন নামে তার (বিপ্লব চন্দ্র) শশুড়বাড়ীর এলাকার লোক হিসেবে পরিচয় করে দেন। মুক্তার হোসেন বাপ্পিকে মামার পরিচয় দিয়ে সু-সম্পক্য গড়ে তোলেন। বুধবার দুপুর বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাপ্পীকে মোটরসাইকেলে করে হাকিমপুরের কাকড়াবালি গ্রামে অমেদ আলীর বাসায় আটকে রাখে।
মুক্তার হোসেন বিকেল সাড়ে চারটার দিকে বিপ্লব চন্দ্রকে মুঠোফোনে বাপ্পীকে অপহরণের খবর দেন। বাপ্পীকে ছেড়ে দেওয়ার জন্য দুই লাখ টাকা মুক্তিপন দাবী করেন। বিপ্লব চন্দ্র সন্ধ্যায় ঘটনাটি পুলিশকে অবগত করেন।
বিরমাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, অপহৃতকে জীবিত উদ্ধার করতে কৌশলে মুক্তিপন নিয়ে অপহরণকারিদের সাথে দেন দরবার করতে থাকেন। একপর্যায়ে ৩০ হাজার টাকা মুক্তিপন নির্ধারন করে তা কয়েক দফায় বিকাশের মাধ্যমে প্রেরন করা হয়। এর মধ্যে পুলিশ ফোন নাম্বার ট্র্যাকিং করে অপহরন কারীদের অবস্থান নিশ্চিত করে।
ফুলবাড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুশান্ত সরকারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে নবাবগঞ্জ উপজেলার দলারদরগা নামক স্থান থেকে বৃহস্পতিবার ভোর চারটায় বাপ্পীকে উদ্ধার করে। এরপর বাপ্পীর দেওয়া তথ্যর ভিক্তিত্বে অভিযান চালিয়ে অমেদ আলী ও মামনুর রশীদকে পুলিশ গ্রেফতার করে।
অমেদ আলী জানান, মুক্তার হোসেনের বাড়ি হাকিমপুর উপজেলার সাধুরীয়া গ্রামে্ সে এলাকার চিহৃিত ফেন্সিডিল ব্যাবসায়ী। পূর্ব পরিচিতি থাকায় বুধবার বিকেলে ভাগনে পরিচয় দিয়ে তার ( অমেদ আলীর) বাসায় বেড়াতে আসে। পরে রাত ১১ টায় দিক মুক্তার এসে বাপ্পিকে নিয়ে যায়। এ ঘটনায় তিনি এবং মামুনর জড়িত নয় বলে তিনি দাবী করেন।
এএসপি সার্কেল সুশামত্ম জানান, অমেদ আলী এক জন চিহৃিত ডাকাত । তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা আছে।