শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরামপুরে সংবর্ধনা ও পুর্নমিলনি

মো.মাহবুর রহমান, প্রতিনিধি.বিরামপুর,

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর মডেল উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষককে সংবর্ধনা দিয়েছে ওই বিদ্যালয়ের ৯২ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

গত শুক্রবার বিকেলে বিদ্যালয়ে চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে নূরুল আমিন শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মামুনুর রশীদ।

আয়োজক সূত্রে জানা গেছে, ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় যে সকল শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবং ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পাওয়া দুই জন রাজউক কলেজে সুযোগ পাওয়া দাউদপুর এলাকার তিনজন শিক্ষার্থীকে ক্রেস্ট এবং একটি করে ফলজ গাছ দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। আলোচনা সভায় প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ স্মৃতিচারন এবং বর্তমান শিক্ষার্থীদের ভবিষ্যৎ করনিয় সম্পর্কে দিক নির্দেশনা দেন।

সংবর্ধনা শেষে সাংষ্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সংগীত ও নাচ পরিবেশ করে।