প্রতিনিধি,বিরামপুর॥
সম্প্রীতি দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের আহবান জানিয়ে দিনাজপুর বিরামপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এবং উপজেলা ও থানা প্রশাসনের সহযোগিতায় গতকাল সোমবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময়, র্যালিতে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, থানার ওসি মোখলেছুর রহমান এবং ইসলামিক ফাউন্ডেশন বিরামপুর শাখা পরিচালিত ৯৩টি মসজিদ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মীরা এতে অংশ গ্রহণ করেন।
র্যালি শেষে দুপুরে ফাউন্ডেশন হলরুমে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিরামপুর থানার ওসি মোখলেছুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী, তত্বাবধায়ক আঃ রাজ্জাক, শিক্ষক খায়রুল আলম, রেজওয়ানুল করিম, আঃ ওয়াদুদ, আনিছুর রহমান প্রমূখ।