সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরামপুরে সালিস বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে সালিস বৈঠকে ওয়াসীম আলী (৪০)নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

ওয়াসীম আলী উপজেলার খানপুর ইউনিয়নের খোশলপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর সাতজনকে গ্রেপ্তার করেছে বলে বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই এলাকার ফজলার রহমান (২৮), ফসিউর রহমান (২৫), সেলিম মিঞা (৩৬), ফরহাদ হোসেন (৩৮), খোকন মিঞা (৩২) ইসমাইল হোসেন (২৮) এবং একই এলাকার এক কিশোর।

পুলিশ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়াসীমের ছোট বোনকে খোশলপুর গ্রামের সেলিম রানা মারপিট করেন। এ নিয়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সালিস ডাকা হয়। সালিসে উভয় পক্ষ অংশগ্রহণ করেন।

এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে ওয়াসীম আলীর বুকে ছুরিকাঘাত করেন প্রতিপক্ষরা। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা ওয়াজেদ আলী বাদী হয়ে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়।

জানতে চাইলে বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Spread the love