
মো. মাহাবুর রহমান, বিরামপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে ৬রাউন্ড গুলি ১টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় বিরামপুর কাটলা সীমান্তের মনিরামপুরে বাইসাইকেল আরোহীর ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী চালিয়ে অস্ত্র-গুলি ও ম্যাগজিন উদ্ধার করে বিজিবি।
২৯ বিজিবি কাটলা বিশেষ ক্যাম্প কমান্ডার হাবিলদার মনিরুজ্জামান মনির জানান, কাটলা সীমামেত্মর মনিরামপুরে দক্ষিণ প্রান্ত থেকে এক অজ্ঞাত ব্যক্তি বাই সাইকেল নিয়ে আসার পথে বিজিবি সদস্যদের দেখতে পেয়ে বাই সাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি চালিয়ে আলু ও বেগুনের নিচে ৬রাউন্ড গুলি ১টি মেড ইন জাপান খোদাইকৃত বিদেশি পিস্তল ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
২৯ বিজিবি ব্যাটেলিয়নে অধিনায়ক লে. কর্ণেল এম জাহিদুর রশিদ পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ আটক হয়নি।