সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৭

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর বিরামপুরে গেটলক হিমেল পরিবাহন বাসের সাধে ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষে ভটভটির চালকসহ ৩ জন নিহত ও আরো ৭ জন আহত হয়েছে ।

বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে এই বাস ও ভটভটির মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে ।

নিহতরা হলেন ভটভটির যাত্রী রাজু আহম্মেদ (২৫) । সে নঁওগা জেলার ধামরহাট উপজেলার অক্ষত কলোণীর বাবুল মিয়ার ছেলে । শাকিল আহম্মেদ (১২) । সে একই গ্রামের আব্দুর সোবাহানের ছেলে ও ভটভটির চালক মিনারুল ইসলাম ( ২৭)

বিরামপুর থানার ওসি মমিনুল ইসলাম জানায় নঁওগা ধামরহাট থেকে যাত্রীবাহি ভটভটি যোগে স্বপ্নপুরীতে আসতে ছিল বিপরীত দিক থেকে দিনাজপুর থেকে যাত্রীবাহি হিমেল পরিবহন বিরামপুরের দিকে যাওয়ার পথে দুর্গাপুর নামক স্থানে পৌছলে এই সংর্ঘষের ঘটনা ঘটে । এতে ঘটনা স্থলেই ২ জন মারা যায় পরে ভটভটির চালক কে দিনাজপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যায় । আরোও আহতদেরকে বিরামপুর হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ।