প্রতিনিধি বিরামপুর ॥ দিনাজপুরের বিরামপুরে পিক-আপ ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী থানার উপ-পরিদর্শক আকমল হোসেন ও কনস্টেবল রোকন গুরুত্বর আহত হয়েছেন।
গুরুত্বর আহত উপ-পরিদর্শক আকমল হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিরামপুর থানার ওসি মকলেছুর রহমান জানান, সোমবার সকাল ১১টার দিকে থানার উপ-পরিদর্শক আকমল হোসেন, রোকন নামের এক কনস্টেবলকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে ফুলবাড়ি সার্কেল অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে চায়না মোড়ে পিছন দিক থেকে মুরগির খাঁচাবাহী একটি পিকআপ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটর সাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে উপ-পরিদর্শক আকমল হোসেনের ডান হাত জখম হয় যায় এবং মাথায় গুরুত্বর আঘাত প্রাপত হন। কনস্টেবল রোকনও আঘাতপ্রাপ্ত হন। তাদেরকে বিরামপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য উপ-পরিদর্শক আকমল হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ও মাথায় সিটি-স্কীন করা হয়েছে। এখন উপ-পরিদর্শক আকমল হোসেন এখন সুস্থ্য আছেন।