
মোঃ মাহবুর রহমান, ষ্টাফ রিপোর্টার, বিরামপুর : দিনাজপুর বিরামপুরে ১২৮ বোতল ফেন্সিডিল ও একটি মটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে করেছে বিজিবি।
আটক মাদক ব্যবসায়ী হলেন বগুড়া জেলার মাটিডালীর আমজাদ হোসেন (৪৫) ও একই গ্রামের হায়দার আলী (৩০)।
সোমবার দুপুরে ১২টায় বিজিবি সদস্যরা বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদের আটক করে ।
কাটলা ক্যাম্পের নায়েক লেলিন বসু জানান, বিরামপুর উপজেলার কেটরা হাটে অভিযান চালিয়ে ২টি মোটরসাইকেলে ২ মাদক ব্যবসায়ীকে ১২৮ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এসময় অপর ২ মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল কোরবান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।