শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরামপুরে ২টি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলিসহ তিন যুবক আটক

5046দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে সোমবার রাতে ২টি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলিসহ মঞ্জু সহ তিনজন  যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

গতকাল সোমবার রাত সোয়া ৮টায় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

দিনাজপুর ডিবি পুলিশের ওসি রেদওয়ানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টহল দল বিরামপুর উপজেলার বিজুল বাজারে মঞ্জু নামে এক মোটরসাইকেল আরোহীকে আটক করে। এসময় তার কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সাথে তার সাথে থাকা একটি মোটরসাইকেল আটক করা হয়। আটককৃত মঞ্জুর বাড়ী হাকিমপুর উপজেলা হিলি এলাকায়। এদের কাছে ক্রেতা হিসেবে আটক করা হয়েছে দুইজনকে। এরা হলো আশরাফ আলী ও মিলন। এদের বাড়ী আত্রাই এলাকায়।