মঙ্গলবার ৫ ডিসেম্বর ২০২৩ ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরামপুরে ২০ লক্ষাধিক টাকা সহ হুন্ডি ব্যবসায়ীরা আটক

মাহাবুর রহমান,বিরামপুর,প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলার বেগমপুর নামক স্থানে বিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ লক্ষাধিক টাকা ও পালসার ১০০ সিসি মটর সাইকেল সহ ২ জনকে আটক করেছে।আটককৃতরা হলেন, হাকিমপুর উপজেলার রায়ভাগ গ্রামের মৃত্যু আজিজ এর ছেলে আলিম(২৮) ও বিরামপুর উপজেলার টেগরা তকিপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে মাহাবুদ(২২)।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিক্তিত্বে দুপুরে হুন্ডির টাকা আসছে মর্মে এস আই মমতাজুল ইসলাম, এএসআই সাইফুল ইসলাম ও র্ফোস জাহিদকে সঙ্গে নিয়ে বিরামপুর বেগমপুর মোড়ে হিলি হাকিমপুর থেকে আসা পালসার মটর সাইকেল আরহীদের আটক করে শরির তল্লাশি করে তাদের কাছ থেকে শরিরে বাঁধা অবস্থায় ২০ লক্ষ ২০ হাজার ১ শত বাংলাদেশি টাকা উদ্ধার করে। এবং আলিম ও মাহাবুদকে গ্রেফতার করে ।

আটক আলিম ও মাহাবুদ বলেন, তাদের কাছে মোট ২১ লক্ষ ৫৭ হাজার ৫শত টাকা ছিল । ইসলামী ব্যাংক বিরামপুর শাখায় জমা করার উদ্দেশ্যে বিরামপুর নিয়ে আসছিল। টাকাগুলো হুন্ডির নয় বলে তারা দাবী করেন।অপরাদিকে টাকার প্রকৃতমালিক পক্ষের লোকেরা জানান, আটক আলিম ও মাহাবুদের কাছে মোট ২৫লক্ষ টাকা ছিল।টাকার প্রকৃত মোটঅংক না মিলায় এলাকাবাসির মনে রহস্যের সৃষ্টি হয়েছে।

Spread the love