মো.মাহাবুর রহমান বিরামপুর প্রতিনিধিঃ
দিনাজপুর বিরামপুরে বিজিবি বিরামপুর বিশেষ ক্যাম্পের টহলদল বিরামপুর নতুন বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় শাড়ি আটক করেছে।
বিজিবি সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টায় গোপন সংবাদের ভিক্তিত্বে বিরামপুর বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার সাদেক এর নেতৃত্বে সঙ্গীয়ফোর্স সহ বিরামপুর নতুন বাজার এলাকায় এক অভিযান পরিচালনা করেন। এর সময় বিজিবি উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এবং পরিত্যাক্ত অবস্থায় ৮লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, শার্ট পিচ থ্রি-পিচ আটক করে।
২৯ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেঃকর্ণেল জাহিদুর রশীদ শাড়ী, শার্ট পিচ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তের অতন্ত প্রহরী হিসেবে বিজিবি চোরাকারবারীদের বিরুদ্ধে সর্বদা সজাগ দৃষ্টি রাখবে।