
মোঃ মাহাবুর রহমান, বিরামপুর সংবাদদাতা : দিনাজপুরের বিরামপুর উপজেলায় চিঠির মাধ্যমে শুরু হয়েছে ডাকাতি, কিডনাপের হুমকি ও চাঁদাবাজি। জানা যায়, বিরামপুর পৌরসভার ঢেলুপাড়া গ্রামের বাসিন্দা হোমিও ফার্মেসি দোকান ব্যবসায়ী ডাঃ মোঃ সামিরুল ইসলাম অনেক ত্যাগ আর কষ্ট করে আজকে স্বাবলম্বি হয়েছেন, কিন্তু তার এ ভাগ্যের পরিবর্তন হয়েছে বলে ডাকাত সরদারের নজর পড়েছে সামিরুল ইসলামের শিশু ছেলেটির উপরে। গত বৃহস্পতিবার সকালে সামিরুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম ঘুম থেকে ওঠে বাড়ির দরজা খুললে একটি খামের মত কাগজ নিচে পড়ে থাকলে, দেখতে পেয়ে হাতে তুলে নেন। নিজে পড়ার পর স্বামী হাতে দিয়ে তাকে পড়ে দেখতে বলেন। চিঠিতে লেখা রয়েছে, ২ লাখ টাকা দিতে হবে না হলে তাদের একমাত্র ছেলে সোহাগকে তুলে নিয়ে যাবে। অথবা সামিরুল ইসলাম প্রতি রাতে বিরামপুর হইতে বাড়ি যাতায়াতের সময় তার ক্ষতিসাধন করা হবে, আরও অনেক কিছু। ইতি- ডাকাত সরদার
এই ঘটনার পর ডাঃ সামিরুল ইসলাম বিষয়টি নিজ সুভাকাঙ্খীদের সহিত শেয়ার করেন, তারপর অফিসার ইনচার্জ বিরামপুর থানাকে অবগত করনের মাধ্যমে থানা গিয়ে একটি সাধারণ ডাইরী করেন। যার নং- ৮৯০, তারিখঃ ২০.১১.১৪ (সন্ধ্যা) বিরামপুর থানা। এব্যাপারে বিরামপুর থানার ওসি’র সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান পুলিশ প্রশাসন এব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহন করবেন এবং এরকম ঘটনা বিরামপুর থানা এলাকায় ঘটাতে দেওয়া হবে না বলে আশ্বাস্ত করেন। তবে চিঠিতে প্রেরকের নাম উল্লেখ না থাকায় তাকে বের করতে একটু সময় লাগবে জনান। এদিকে ডাঃ সামিরুল তার ছেলে ও পরিবারকে নিয়ে আতংকের মাঝে দিন ও রাত অতিবাহিত করছেন বলে জানা যায়।