বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরামপুর কাটলা স্কুলের প্রাত্তন শিক্ষক মকবুল হোসেন মন্ডল আর নেই

মো.মাহাবুর রহমান,বিরামপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা দ্বীমূখী উচ্চবিদ্যালয়ের প্রাত্তন সহকারী শিক্ষক হাকিমপুর উপজেলার খট্টা গ্রামের মকবুল হোসেন মন্ডল (৬৮) শাররীক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজবাড়িতে শুক্রবার বিকেলে পরলোকগমন করেছেন। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, তিনছেলে, তিন মেয়ে   রেখে গেছেন।

বড় ছেলে রেজাউল করিম জানান, শনিবার সকাল ১০ টায় কাটলা দ্বীমূখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ১১ টায় খট্টাসরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২য় তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে খট্টামাধব পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আলম, কাটলা ইউনিয়নের চেয়ারম্যান এম সামসুল আলম, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসা আজহারুল ইসলাম , কাটলা দ্বী-মূখী উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদুল ইসলাম চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী গভীর শোক প্রকাশ করেছেন।

 

Spread the love