শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরামপুর থেকে নেপালে গেলো সহায়তার ৩’শ মেট্রিকটন চাল

মো.মাহাবুর রহমান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি.

বাংলাদেশের সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালনায় ২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পের প্রেক্ষিতে বিরামপুর থেকে চাল পাঠানো শুরু হয়েছে।

বুধবার দুপুরে  উপজেলা খাদ্যগুদামে চাল প্রেরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মনিরুজ্জামান আল মাসউদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান।  তদারকি কর্মকর্তা হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মনিরুজ্জামান সরকার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) খন্দকার মো. মাহবুব হোসেন।

পিআইও মনিরুজ্জামান জানান,  এবছর  বিরামপুর থেকে ৩’শ মেট্রিকটন চাল পাঠানোর লক্ষ্যে গতকাল রোববার প্রথম চালানে চারটি ট্রাকে ১Birampur 2’শ মেট্রিক টন চাল পাঠানো হয়েছে।