
মো.মাহাবুর রহমান, বিরামপুর : দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে দক্ষিণ দাউদপুর গ্রামের পরাজিত ইউপি সদস্য আফিজ উদ্দিনের ছেলে চোরাচলানের গড ফাদার গোলাম মোস্তফার ও তার অনুগত বাহিনীর হামলায় কাটলা ইউপি সদস্য মইনুল ইসলামসহ চারজন আহত হয়েছেন।
গতকাল রোববার পৌনে বারো টায় কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর(কবিরাজপাড়া) সীমান্তে এ ঘটনা ঘটে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ইউপি সদস্য মইনুল ইসলামসহ আহতরা জানান, গত ৩১ মার্চ নির্বাচনে ৮ নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন মইনুল ইসলাম। নির্বাচনের পর থেকে পরাজিত ইউপি সদস্য আফিজ উদ্দিন এবং তাঁর ছেলেরা মইনুলসহ তাঁর কর্মীদের বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিলো। ইউপি নির্বাচনে আফিজ উদ্দিনের হয়ে কাজ না করার অভিযোগ রোববার বেলা ১১ টার দিকে পূর্ব পরিকল্পনা হিসেবে গোলাম মোস্তফাসহ ছোট ভাই মহাসিন, মোস্তফা, মেহেদি ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বুনন মিয়ার উপর হামলা করে। বুনন মিয়ার চিৎকারে মইনুল ইসলামসহ তাঁর পরিবারের লোকজন এগিয়ে আসলে তাঁদেরও চাপাতি এবং লাঠি দিযে বেধড়ক কুপিয়ে আহত করে। এক পর্যায়ে গোলাম মোস্তফা তাঁর পকেটে থাকে একটি পিস্তল বের করে মইনুলকে গুলি করে। ওই গুলির ছাড়া জান্নাতুল ফেরদৌসের চোখে ও বাম গালে বিদ্ধ হয়। এছাড়াও দুর্বৃত্তদের হামলায় মইনুলের চাচী জোছনা বেগম আহত হন। গুরুতর আহত অবস্থায় চারজনকে স্থানীয়রা বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
বেলা সাড়ে ১২ টায় বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক আদনান আরাফাত জানান, জান্নাতুল ফেরদৌসের চোখে গুলি জাতীয় কিছুর আঘাত রয়েছে।
তিনি আরো জানান, অবস্থার অবনতি হওয়ায় জান্নাতুল ফেরদৌসকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বেলা দেড়টার দিকে দক্ষিণ দাউদপুর গ্রামে গেলে পরাজিত ইউপি সদস্য আফিজ উদ্দিন জানান, ঘটনার সময় তিনি বিরামপুর শহরে ছিলেন। তবে তার ছেলে গোলাম মোস্তফাসহ অন্যান্য অভিযুক্তদের পাওয়া যায় নী।
স্থানীয়রা জানান, ঘটনার পর গোলাম মোস্তফাসহ তাঁর ছোট ভাইয়েরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে।
এলাকাবাসীসহ স্থানীয় বিজিবি অভিযোগ, গোলাম মোস্তফা এলাকার চোরাচালানির গডফাদার। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
কাটলা ইউপি চেয়ারম্যান মো.নাজির হোসেন জানান, এটি একটি অনাকাঙ্খিত ঘটনা।অপরাধীকে শাস্তির আওতায় আনা উচিৎ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, ঘটনায় অভিযোগ পেলেই মামলা নেওয়া হবে। পরিস্থিতি শান্ত রয়েছে।