
মো.মাহাবুর রহমান,বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি
দিনাজপুর বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্তে বিজিবি শনিবার ভোরে অভিযান চালিয়ে ভারতীয় পচাঁ গরুর মাংস আটক করেছে।পরে মাংসগুলো স্থানীয় লোকের সহযোগিতায় গর্ত করে মাটিতে পুতে রাখা হয়।
বিজিবি দাউদপুর ক্যাম্প কমান্ডার মকছেদ আলী জানান, সীমান্তের দঃ দাউদপুর এলাকায় চোরাকারবারিরা ভারত থেকে রাতের আধারে বাংলাদেশে গরুর মাংস পাচার করার সময় বিজিবি টহলদল তাদের ধাওয়া করে ২শ’ ২০ কেজি ভারতীয় পচাঁ গরুর মাংস আটক করে।
ব্যাটালিয়নের ভাইগড় কোম্পানীকমান্ডার,ঘাসুড়িয়া ক্যাম্পকমান্ডার, এলাকাবাসী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আটক মাংগুলো মাটিতে গর্তকরে পুতিয়ে ফেলা হয়।
২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেলঃ কোরবান আলী জানান, ভারতে মহামারি আকারে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ায় বিরামপুর সীমান্তে সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্তক অবস্থানে রয়েছে।