মো: মাহাবুর রহমান : দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ভাইগড় ক্যাম্পের খিয়ার মাহমুদপুর সীমান্তের ভারতীয় বসন্তা (ডাবরা) গ্রামের নাগরিকেরা ৭ জন বাংলাদেশীকে চোর সন্দেহে আটক করে ভারতীয় পুলিশের নিকট সোর্পদ করেছে।
আটককৃতরা বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর মোন্না পাড়া গ্রামের সুজা উদ্দিন মোল্লার দুই পুত্র আলম হোসেন(৩৫), নুর নবী (২৮) ও একই গ্রামের আবু তাহের মন্ডলের পুত্র মোতালেব হোসেন(৩০), কছিমুদ্দিনের পুত্র বাবলু মিয়া(৩০), তাছির উদ্দিন মোলস্নার পুত্র মামুনুর রশীদ মামুন(২৮), বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের শ্যামনগর গ্রামের জালাল উদ্দিনের পুত্র আকতারুল ইসলাম(২৪) এবং অজ্ঞাত একজন তার নামও ঠিকানা জানা যায়নি।
আটক ব্যক্তিদের পরিবারের দাবির প্রেক্ষিতে ভীমপুর কোম্পানীর বিএসএফ’কে পতাকা বৈঠকের জন্য লিখিত অনুরোধ জানান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ভাইগড় কোম্পানী কামন্ডার সুবেদার নুর আমিন।
২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুর রশীদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটকরা শুক্রবার ভোরে বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতীয় অভ্যন্তরে বালুঘাট থানার বসন্তা (ডাবরা) এলাকায় প্রবেশ করে। এ সময় বসন্তা গ্রামের লোকজন চোর সন্দেহে ৭ জন বাংলাদেশীকে আটক করে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট থানা পুলিশের নিকট সোর্পদ করেছে।