বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরামপুর সীমান্তে ৭ বাংলাদেশি আটক করে পুলিশে দিয়েছে ভারতীয়রা

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ভাইগড় কোম্পানীর অধীনস্থ খিযার মাহমুদপুর সীমান্তে ভারতীয় নাগরিকেরা ৭ জন বাংলাদেশীকে আটক করে ভারতীয় পুলিশের নিকট সোর্পদ করেছে। সরেজমিনে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ১৬/১৭ জনের একটি দল ভারতীয় গরু পাচারের উদ্দেশ্য ভারতীয় অভ্যন্তরে বালুঘাট থানার বসন্তা (ডবরা) এলাকায় প্রবেশ করে। এ সময় কয়েকজন মিলে বাংলাদেশী মহাজন দক্ষিণ দাউদপুর গ্রামের আফিজ উদ্দিন মেম্বারের পুত্র মোস্তফা রহমান ওরফে মোস্ত’র গরু আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ৯টি গরু নিয়ে ভাইগড় কোম্পানীর খিয়ার মাহমুদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে আনেন।
অন্যরা বিএসএফ’র উপস্থিতি টের পেয়ে গরু না নিয়ে ফেরত আসার সময় খিয়ার মাহমুদ সীমান্তের ২৯১ মেইন পিলার থেকে ৩/৪ কিলোমিটার ভিতরে বসন্তা গ্রামের লোকজন চোর সন্দেহে ৭ জন বাংলাদেশীকে আটক করে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট থানা পুলিশের নিকট সোর্পদন করে। আটককৃতরা হলেন, বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর মোন্না পাড়া গ্রামের সুজা উদ্দিন মোল্লার দুই পুত্র আলম হোসেন(৩৫), নুর নবী(২৮) ও একই গ্রামের আবু তাহের মন্ডলের পুত্র মোতালেব হোসেন(৩০), কছিমুদ্দিনের পুত্র বাবলু মিয়া (৩০), তাছির উদ্দিন মোল্লার পুত্র মামুনুর রশীদ মামুন(২৮), বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের শ্যামনগর গ্রামের জালাল উদ্দিনের পুত্র আকতারুল ইসলাম(২৪) এবং অজ্ঞাত একজন তার নামও ঠিকানা জানা যায়নি। অন্যরা পালিয়ে বাংলাদেশে আসে।
ভাইগড় কোম্পানী কামন্ডার সুবেদার নুর আমিন, আটককৃতদের ফেরৎ চেয়ে ভীমপুর কোম্পানীর বিএসএফ’কে পতাকা বৈঠকের জন্য লিখিত আবেদন পাঠালে ভীমপুর কোম্পানীর বিএসএফ কোনো সাড়া দেয়নি। ভারতে আটক আলম হোসেন(৩৫) ও নুর নবী(২৮) এর পিতা সুজা উদ্দিন মোল্লা জানান, তার  দুই ছেলে আজই প্রথম গ্রামের ছেলেদের সঙ্গে গরু আনতে ভারতে গেলে বসন্তা গ্রামের লোকজন তাদের আটক করে ভারতীয় পুলিশে নিকট হস্তান্তর করে।
এ বিষয়ে দিনাজপুর জেলার ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল জাহিদুর রশীদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তারা দূষ্ককৃতকারী ব্যক্তি। ভারতের বালুঘাট থান পুলিশ জানিয়েছেন, তারা চুরি করার উদ্দেশ্যে বসন্তা গ্রামে প্রবেশ করলে গ্রামের লোকজন তাদের আটক করে আমাদের নিকট সোর্পদন করে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, মদক দ্রব্যে ও চোরাচালান প্রতিরোধে আমি আমার অধীনস্থ সকল বিজিবিকে সর্তকতার সহিদ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছি।

Spread the love