
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘পরীক্ষা হলে কোনো শিক্ষক যদি তার ছাত্র-ছাত্রীদের এমসিকিউ কিংবা উত্তরপত্রে লিখে দেওয়ার মত অপকর্মে সহযোগিতা করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব শিক্ষক মূলত কুলাঙ্গার এবং এরা শিক্ষক নামে কলঙ্ক।’
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
তিনি বলেন, বর্তমান আইনে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষনিক বিচারের ব্যবস্থা নেই। কিছুদিন জেল খেটে বেরিয়ে তারা আবারো অপকর্মে জড়িয়ে পড়ে। তাই আমরা চিন্তাভাবনা করছি, আইন সংশোধন করে ভ্রাম্যমাণ আদালত রাখা যায় কি না। তাহলে অন্তত প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া যাবে।
এই মুহূর্তে নতুন করে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘অনেক কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিপ্রেসে আগে এক ধরণের শঙ্কা ছিল। এখন এমন ব্যবস্থা নিয়েছি, আর প্রশ্ন পত্র ফাঁসের কোনো সুযোগ নেই।’ আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী এ ব্যাপারে সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন,