
বিরোধী দলের নেতা হিসেবে প্রথমবারের মত রওশন এরশাদ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার রাত ১২টা ৬ মিনিটে রওশন এরশাদ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে মোনাজাতের মাধ্যমে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এসময় রওশন এরশাদের সঙ্গে ছিলেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আমিনুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, জিয়াউদ্দিন আহমেদ বাবুল প্রমুখ।