শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আব্দুস সালামের স্মরণে আম্পায়ার এন্ড স্কোরার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ বৃহস্পতিবার বড়ময়দানস্থ ক্রীড়া পল্লী হলরুমে আম্পায়ার এন্ড স্কোরার্স এসোসিয়েশন দিনাজপুর আয়োজিত দিনাজপুরের ক্রিকেট আম্পায়ার এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক মরহুম আব্দুস সালাম এর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক প্রশান্ত কুমার অরুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইফতার পরিচালনা কমিটির আহবায়ক সৈয়দ আজাদুর রহমান বিপু। মরহুমের স্মৃতি চারন করে বক্তব্য রাখেন আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার। দোয়া ও ইফতার মাহফিলে জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, প্রাক্তন ক্রিকেটারবৃন্দ অংশগ্রহণ করেন।