দিনাজপুর প্রতিনিধি : বিশ্বকাপ খেলা উপলক্ষে দিনাজপুর শহরসহ আশপাশের এলাকার ভবনগুলো বিদেশি পতাকায় ছেয়ে গেছে। এসব ভবন ও বিভিন্ন স্থানে টাঙ্গানো হয়েছে বিভিন্ন দেশের পতাকা। তবে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যমত্ম কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
বাংলাদেশ পতাকা বিধিমালা ১৯৭২ এর বিধি ৯(৪) এ দেশের অভ্যমত্মরে কোনো ভবনে বা যানবাহনে কোনো বিদেশি পতাকা উত্তোলন করা যাবে না। কিন্তু বিশ্বকাপ ফুলবল খেলা উপলক্ষে জেলার বিভিন্ন ভবনে বিদেশি রাষ্ট্রের পতাকা উত্তোলন করে বাংলাদেশ পতাকা বিধিমালা লঙ্ঘন করা হচ্ছে।
শহরের লিলির মোড়, স্টেশন রোড, মডার্ণ মোড়, মুন্সিপাড়া, বালুবাড়ী, চাউলিয়াপট্টি, বালুয়াডাঙ্গা, হঠাৎপাড়া, পুলহাটসহ দিনাজপুর জেলা শহরের বিভিন্ন ভবনসহ বিভিন্ন স্থানে বিদেশি পতাকা টাঙানো হয়েছে। প্রতিটি ভবনের ছাদে বিশাল আকৃতির পতাকায় ছেয়ে গেছে। এ ছাড়া বিভিন্ন বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের ভবনে, রাসত্মার পাশে আনাচে-কানাচে সর্বত্রই শোভা পাচ্ছে বিদেশী পতাকা। প্রশাসন এসব দেখে পতাকা সড়ানোর অনুরোধ ছাড়া কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন না।
শহরের ব্যবসায়ী আব্দুল কাইয়ূম জানান, বিশ্বকাপ উপলক্ষে বিদেশি পতাকায় গোটা শহর ছেয়ে গেছে। যারা পতাকা উত্তোলন করেছেন তারা বাংলাদেশের পতাকা বিধিমালা লঙ্ঘন করছেন।
দেশের বিভিন্ন জেলার প্রশাসকের পক্ষ থেকে দেশ ও জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে অন্য দেশের পতাকা সরিয়ে নিতে অনুরোধ করে সংশিস্নষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে বার্তা পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জেলা প্রশাসন জানান, বিদেশি পতাকা সড়ানোর ব্যাপারে জেলাবাসীকে আমরা অনুরোধ করেছি যে, বাংলাদেশের মত স্বাধীনত রাষ্ট্রে বিদেশি রাষ্ট্রের পতাকা উড়ানোটা ঠিক না। জেলাবাসীকে বিদেশী পতাকা উড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ করেছি।
ফুলবাড়ী
বিশ্বকাপ জ্বরে কাপছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা। পৌর শহর জুড়ে শোভা পাচ্ছে বিশেী পতাকা। বিদেশী পতাকায় শহর ছেয়ে যাওয়ায় এটিকে বিরূপ দৃষ্টানে পরিণত হওয়ার কথা বলছেন অনেকে। কেউ কেউ প্রশ্ন তুলে বলেন বাংলাদেশের জাতীয় দিবস গুলিতেও যারা জাতীয় পতাকা উত্তোলন করে না তারা আবার বিশ্ব কাপ খেলাকাকে কেন্দ্র করে এত পতাকা উত্তোলন করছেন কিভাবে।
শহর ঘুরে দেখা য়ায় বিল্ডিং এর ছাদে ছাদে এখন শোভা পাচ্ছে বিদেশী পতাকা, সুদু তাই নয় অজো পাড়া গাঁ পযমত্ম বিদেশী পতাকায় ছেয়ে গেছে। আবার বিশ্ব কাপ ফুটবল বড় পর্দ্দায় ধেখার আয়জোন করেছে শহরের বিভিন্ এলাকায় ।
এদিকে শহরের বিভিন্ন তৈরী পোষাকের দোকানে বিক্রি হচ্ছে বিভিন্ন দেশের পতাকা খছিত গেঞ্জি যা এখন অধিকাংশ তরুনের গায়ে শাভা পাচ্ছে। সব মিলিয়ে এটি কেবল বিশ্ব কাপ ফুটবল আসরের উম্মাদনা নাকি অতিরঞ্জিত করতে গিয়ে দেশের ভাব মুর্ত ক্ষুন্য করা তানিয়ে অনেকের মধ্য প্রশ্ন দেখা দিয়েছে।