বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩ ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বকাপ : পাকিস্তানের প্রাথমিক দল ঘোষণা

আগামী বছরের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান। আর অবৈধ বোলিং একশনের কারণে নিষিদ্ধ থাকা সত্বেও এ দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ স্পিনার সাঈদ আজমল। এ বছরের সেপ্টেম্বর মাসে নিষিদ্ধ হওয়ার পর বর্তমানে নিজের বোলিং একশন শোধরানোর জন্য কাজ করছেন ৩৭ বছর বয়সী আজমল। গত আগস্টে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে তার সন্দেহজনক বোলিং একশন নিয়ে রিপোর্ট করেন আম্পায়াররা। গত আগস্টে ওয়ানডে ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার হিসেবে আজমলের নিষিদ্ধ হওয়াটা আগামী ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যৌথভাবে আয়োজিত বিশ্বকাপের শিরোপা জয়ে পাকিস্তানের জন্য একটা বড় ধাক্কা। তবে আজমল মুক্ত হয়ে ফিরে আসবেন বলে আশা করছেন দলের প্রধান নির্বাচক মঈন খান।
প্রধান নির্বাচক বলেন, সে মুক্ত হয়ে ফিরে আসবে এমন আশা থেকেই আমরা তাকে দলভুক্ত করেছি। সে বোলিং একশন শোধরানোর পর থেকেই আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। আজমলের বোলিং একশন পুনঃপরীক্ষার জন্য চলতি সপ্তাহের ১ম দিকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অনুরোধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে অনানুষ্ঠানিক পরীক্ষায় এ অফ স্পিনারের উন্নতি খুব বেশি না হওয়ায় নিজেদের পরিকল্পনা থেকে পিছিয়ে আসে পিসিবি। মিসবাহ-উল-হককে ইতোমধ্যেই অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত দল ৭ জানুয়ারির মধ্যে ঘোষণা করা হবে।
সন্দেহজনক বোলিং একশনের জন্য রিপোর্টেড হওয়া আরেক খেলোয়াড় অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকেও ৩০ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। হাফিজের বায়ো-মেকানিক্যাল পরীক্ষার রিপোর্ট আগামী সপ্তাহে পাওয়া যেতে পারে এবং সেও যদি নিষিদ্ধ হয় তবে পাকিস্তানের বোলিং আক্রমণ আরও দুর্বল হবে। আজমলের নিষেধাজ্ঞা একটি বড় ধাক্কা বলে স্বীকার করেন অধিনায়ক মিসবাহ। মিসবাহ বলেন, গত ৫-৬ বছর যাবত আজমল আমাদের তুরুপের তাস এবং তার নিষেধাজ্ঞা আমাদের জন্য বড় ক্ষতি। আমি প্রার্থনা করছি সে যেন বিশ্বকাপের আগেই মুক্ত হয়ে ফিরে আসে।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ১৪ ফেব্রুয়ারি মাঠে গড়াবে বিশ্ব্কাপ। একদিন পর এডিলেডে বি গ্রুপে চিরপ্রতিদ্বন্ধী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। সোমবার দুবাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের পর পাকিস্তান দল চূড়ান্ত করা হবে বলে জানান খান। গত প্রায় এক বছর যাবত পাকিস্তানের হয়ে খেলার সুযোগ না পাওয়ার সাবেক অধিনায়ক শোয়েব মালিক ও কামরান আকমল ও প্রাথমিক দলে জায়গা পেয়েছেন।

প্রাথমিক দল
মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, নাসির জামশেদ, শারজিল খান, সামি আলম, মিসবাহ-উল-হক (অধিনায়ক), ইউনিস খান, আসাদ শফিক, আজহার আলি, শোয়েব মাকসুদ, ফওয়াদ আলম, হারিস সোহেল, শোয়েব মালিক, উমর আকমল, মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ জুনাইদ খান,উমর গুল, এহসান আদিল, মোহাম্মদ তালহা, সাঈদ আজমল, জুলফিকার বাবর, রাজা হাসান, ইয়াসির শাহ, শহিদ আফ্রিদি, আনোয়ার আলি, বিলাওয়াল ভাট্টি, সোহেল তানভির, সরফরাজ আহমেদ, কামরান আকমল।

Spread the love