শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্ববাসী সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য বাংলাদেশ এবং বর্তমান সরকারের অভিনন্দন জানিয়েছে

Pm Hপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ববাসী সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য বাংলাদেশ এবং বর্তমান সরকারের অভিনন্দন জানিয়েছে।জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগদনের ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে। তিনি বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনসহ বিভিন্ন বিষয়ে সাফল্য দেখানোয় জাতিসংঘে বাংলাদেশ সমাদৃত হয়েছে। তিনি আরও বলেন, এবার জাতিসংঘে বাংলাদেশ ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। এমডিজি বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। এসব সাফল্য অর্জনে জাতিসংঘে বাংলাদেশে ভাবমূর্তি উজ্জ্বলতর হয়ে চলেছে। এ সময় প্রধানমন্ত্রীর সাতে মঞ্চে উপস্থিত ছিলেন সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতিসংঘ অধিবেশনে যোগদনের অর্জনসহ সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক জনাকীর্ন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিকেল ৪টা ৫০ মিনিটে এ সংবাদ সম্মেলনে বক্তব্য শুরু করে ৫টা ৫ মিনিট পর্যন্ত তিনি তার লিখিত বক্তব্যের সংক্ষিপ্তসার উপস্থাপন করেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১০ দিনের ওই সফরে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রথম বৈঠক হয় শেখ হাসিনার। এছাড়া বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচ, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার সকাল ৯টায় লন্ডন থেকে সরসারি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ওই সময় তিনি বলেন, ধর্ম নিয়ে আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যে আমি নিজেও মর্মাহত। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য তাকে শুধু মন্ত্রিসভা থেকে নয়, দল থেকেও অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন কামরান এ তথ্য সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- লতিফ সিদ্দিকীকে শুধু মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়া হবে না, একই সঙ্গে তাকে দলের সকল পদ থেকে বরখাস্ত করা হবে।
ধর্ম নিয়ে লতিফ সিদ্দিকীর অবমাননাকর মন্তব্যে প্রধানমন্ত্রী মর্মাহত বলে জানিয়েছেন সিলেট আওয়ামী লীগের নেতারা। তিনি জানান, প্রধানমন্ত্রী সিলেটে দলের সাংগঠনিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন। সন্তোষ প্রকাশ করেছেন। একই সাথে ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করার দিকনির্দেশনা দিয়েছেন। ১ ঘণ্টার যাত্রাবিরতি শেষে ১০টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি।
প্রসঙ্গত জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগদান করতে গত ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যান। অধিবেশন শেষে সোমবার নিউইয়র্ক থেকে লন্ডনে যান প্রধানমন্ত্রী। ২ দিন লন্ডনের সেন্ট্রাল হোটেল হিল্টন অন পার্ক লেইনে অবস্থান করেন। গত বুধবার লন্ডন সময় বিকেল ৬টা ৫০ মিনিটে বিমানের বিজি-০৬১ ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে লন্ডন হিথরো বিমান বন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। অতপর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি ঢাকায় পৌঁছান।

Spread the love