স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বিশ্বব্যাংক আমাদের সাথে বৈরিতা করেছে। একটা অহেতুক ছুতা ধরে, দুর্নীতির অভিযোগ তুলে, কোনো যুক্তি ছাড়াই, পদ্মা সেতুর তহবিল বন্ধ করে দিয়েছে। বিশ্বব্যাংক খালেদা জিয়া ও তার সহযোগীদের প্ররোচণায় জাতির সাথে শত্রুতা করেছে।’
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শনিবার জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সংগঠনটির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘তবে শেখ হাসিনা কিন্তু দমে যাননি, সাথে সাথে তিনি ঘোষণা দিয়েছেন- পদ্মা সেতু নিজেদের অর্থায়নে হবে। বর্তমানে পদ্মা সেতুর কাজ ২৫ ভাগ সম্পন্ন হয়েছে আমাদের টাকায়। নির্ধারিত সময়েই পদ্মা সেতুর কাজ সম্পন্ন হবে।’
এলজিইডি মন্ত্রী আরও বলেন, ‘আমরা যে শ্রম আইন করেছি, তা আপনারা বিশ্লেষণ করেন, আপনাদের উন্নয়নে আইনে আরও কী যুক্ত করা দরকার আমাদের জানান। আমরা আপনাদের উন্নয়নে তা করব। আমি কথা দিচ্ছি- শ্রম আইনকে আরও যুগোপযোগী করা হবে।’
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, এ দেশে নতুন করে যারা জঙ্গিবাদী, সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে এবং দেশের সাধারণ মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য খালেদা জিয়া, তারেক রহমান নতুন করে ষড়যন্ত্র করছে, কিন্তু আপনারা কোনোদিন সফল হতে পারবেন না। যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে ইনশআল্লাহা।
আলোচনা সভায় জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ শুক্কুর মাহামুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সদস্য ফজলুল হক মন্টু প্রমুখ।