
কাশী কুমার দাস : স্টাফ রিপোর্টার : গতকাল শনিবার নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এনডিএফ আয়োজনে মান্ডলীক পালকীয় কেন্দ্র, মাতাসাগর এর হল রুমে আত্ম কর্মসংস্থানে স্থানীয় সম্পদ চিহ্নিতকরন ও ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এনডিএফ এর পরিচালক ভিক্টর লাকড়া’র এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শাহজাহান শাহ্ ও প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন এনডিএফ এর নির্বাহী কমিটির সভাপতি নির্মল সরেন। ধারণাপত্র পাঠ ও সঞ্চলকের দায়িত্ব পালন করেন ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার মোঃ মেসমাউল সরকার। মুক্ত আলোচনা অংশগ্রহণ করেন সাবেক প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফফর হোসেন, এসএম মোকছেদুর রহমান, ইঞ্জিঃ এসআই সফিক, নিমাই চন্দ্র দত্ত, ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ মহসিন আলী, রণজিৎ কুমার রায়, মনোরঞ্জন সাহা ও আব্দুল হামিদ। বক্তারা বলেন, গ্রামীণ বেকার জনগোষ্ঠীকে সংগঠিত করে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের জন্য মূল ধন সৃষ্টি লক্ষ্যে ঋণ প্রদান করা যায় তাহলে নিজেদের উদ্যোগেই কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। বিশ্বায়নের যুগে কৃষিভিত্তিক ভাবনা নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কৃষি কেন্দ্রীক সমবায় ভিত্তিক বাজার সৃষ্টি করতে পারলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।