সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল জয়ী মালালা

malaবিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল জয়ী

পাকিস্তানের ১৭

বছরের কিশোরী মালালা ইউসুফজাই।

পাকিস্তানের যে এলকাটিতে মহিলাদের

বেশিরভাগ জীবনটাই কেটে যায় অশিক্ষার

অন্ধকারে, সেই সোয়াতের আলোর শিখা তিনি।

বন্দুকের নলের সামনেও যিনি মাথা নোয়াতে

শেখেননি। বরং মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও

লড়াই চালিয়েছেন শিক্ষার সুযোগ সকলের

জন্য প্রতিষ্ঠার লক্ষ্যে। তারই স্বীকৃতি এবারের

নোবেল শান্তি পুরস্কার। পাকিস্তানের খাইবার

পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলার ছোট্ট

শহর মিঙ্গোরা। সেখানেই মেয়েদের স্কুলে

যাওয়ার উপর এক সময় ফতোয়া জারি

করেছিল তালিবান। সেখানেই ২০০৯ সালে

গর্জে ওঠে ১১ বছরের মালালা। বিবিসিতে

ছদ্মনামে তার লেখা প্রকাশিত হয়। ব্লগে উঠে

আসে সোয়াত উপত্যকায় তালিবানের প্রভাব

বিস্তারের খুঁটিনাটি। তালিবানি শাসনে তার

জীবন। এ উপত্যকায় তার দৃষ্টিতে নারীশিক্ষার

গুরুত্ব।

তখন অশান্ত সোওয়াতে একের পর এক স্কুল

ধ্বংস করে ফেলছে তালিবান। আর তখনই উর্দু

কবি, শিক্ষা আন্দোলনের কর্মী জিয়াউদ্দিন

ইউসুফের মেয়ে মালালার লেখা আলোড়ন

তৈরি করে।  সোয়াতে পৌঁছায় পাক সেনা। শুরু

হয় যুদ্ধ। সে সময়ই মালালার জীবন নিয়ে তথ্য

চিত্র করেন সাংবাদিক এডাম বি এলিক।

প্রকাশ্যে আসে মালালা।

খুব অল্পদিনেই বিখ্যাত হয়ে যাওয়া এ কিশোরী

চলে যায় তালিবানের হিট লিস্টে। তার কণ্ঠরোধ

করাই ছিল তালিবানদের উদ্দেশ্য। ৯ অক্টোবর

২০১২। স্কুল বাসে ওঠার সময় এক ব্যক্তি তার

নাম জিজ্ঞাসা করে। মালালা নামটা শুনেই

অত্যাধুনিক অস্ত্র থেকে ৩ রাউন্ড গুলি করে ওই

ব্যক্তি। এরপর জীবন মৃত্যুর লড়াই। দীর্ঘদিন

ইংল্যান্ডে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠে

মালালা। ততদিনে গোটা বিশ্ব জেনে গেছে

মিঙ্গোরার এ লড়াকু মেয়েটির নাম। গোটা বিশ্ব

দাঁড়িয়েছে তালিবান শাসনের বিরুদ্ধে রুখে

দাঁড়ানো এ কিশোরীর পাশে।

মালালার জীবন সামনে আসার পরই

জাতিসঙ্ঘও সকলের জন্য শিক্ষা নিয়ে নতুন

উদ্যোগ নেয়। ২০১৫’র মধ্যে বিশ্বের সবাইকে

স্কুলে পাঠাতে মালালার নামে প্রকল্প তৈরির

সুপারিশ করা হয়। যার জেরে পাকিস্তানে

শিক্ষার অধিকার আইন আসে। ২০১৩ সালের

এপ্রিল মাসে মালালাকে বিশ্বের ১০০

প্রভাবশালী ব্যক্তির তালিকার মধ্যে অন্তর্ভূক্ত

করে টাইম ম্যাগাজিন। ওই বছরের ১২ জুলাই

তার জন্মদিনে জাতিসঙ্ঘে তিনি বিশ্বের সকলের

জন্য শিক্ষার কথা বলেন।

সেই দিনটিকে মালালা ডে’নামে স্মরণীয় করে

রাখে জাতিসংঘ। জাতিসঙ্ঘের মঞ্চে দাঁড়িয়ে

সেদিন মালাল বলেন, এই দিন শুধু তার নয়,

সকল মহিলা, ছেলে এবং মেয়ে, যারা নিজেদের

অধিকার নিয়ে আওয়াজ উঠিয়েছেন, এ দিন

সকলের। নারী শিক্ষা আন্দোলন, শিক্ষার প্রতি

অনুরাগ তাকে এনে দিয়েছে দেশ বিদেশের

নানা পুরস্কার এবং সম্মান। এ কিশোর বয়সেই

তিনি সাম্মানিক ডক্টরেট পেয়েছেন

হ্যালিফ্যাক্সের ইউনিভার্সিটি অফ কিংস কলেজ

থেকে।

প্রতি মুহূর্তেই বিশ্বের সকল মানুষের কাছে

শিক্ষার বার্তা দিতে নিরলস ১৭ বছরের মালালা।

প্রতি মুহূর্তেই কুসংস্কারের বিরুদ্ধে গোটা বিশ্বের

মালালাদের গর্জে উঠতে ভরসা জোগান তিনি।

প্রতি মুহূর্তেই নারীশিক্ষার প্রসারের জন্য সরব

হন তিনি। সে কাজের জন্য এবার সর্বোচ্চ

সম্মান পেলেন মালালা ইউসুফজাই। ২০১৪

সালের নোবেল শান্তি পুরস্কার।

 

 

 

Spread the love