
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, সারা বিশ্বে ইসলামের প্রচার ও প্রসারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামীক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তার স্বপ্ন ছিল ইমাম সাহেবরা মসজিদের মধ্যে সীমাবদ্ধ না থেকে আর্থ-সামাজিক উন্নয়নের কাজে সম্পৃক্ত হওয়া। তারি আলোকে ইমাম সাহেবদের আধুনীক প্রযুক্তি দ্বারা প্রশিক্ষিত করা হচ্ছে।
গতকাল শনিবার ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয় আয়োজিত ইমাম প্রশিক্ষন একাডেমীর সহযোগীতায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামীক ফাউন্ডেশনের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন ও শিশু মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ইসলামীক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মশিউর রহমান এর সভপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষন একাডেমী উপ-পরিচালক মোঃ শাহজাহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষন একাডেমীর সহকারী পরিচালক শামীম আহমেদ, ধর্মীয় প্রশিক্ষক মাওঃ রাফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপ-পরিচালক সৈয়দ মোঃ আবু তাহের। আলোচনা সভার পূর্বে বর্ণাঢ্য র্যালী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনা যে ভাষন দেন তা সরাসরি টিভির মাধ্যমে উপস্থিত মসজিদ ভিত্তিক গণ শিক্ষা শিক্ষক, শিক্ষিকা ছাত্র-ছাত্র ও ইমাম ওলামাদের মাঝে সেই চিত্র প্রদর্শিন করা হয়।