শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এবং ‘স্বাস্থ্যসম্মত খাবার শুরু হোক সকালের নাস্তা থেকেই’ স্লোগানকে সামনে রেখে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০১৪। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ৮টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউর সামনে থেকে সানোপি বাংলাদেশ ও বাংলাদেশ ডায়াবেটিক এসোসিয়েশেন যৌথভাবে র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি ফার্মগেট -শাহবাগ হয়ে চারুকলার সামনে এসে শেষ হয়। র‌্যালিতে মোটর সাইকেল, পিকআপ ভ্যান ও সাইকেলে করে ডায়াবেটিক আক্রান্ত ব্যক্তি, চিকিৎসক ও সনোপি কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বেলুন উড়িয়ে ও প্রাতরাশের মাধ্যমে দিবটির কার্যক্রম শেষ করে সংগঠনগুলো। এ ছাড়া দিনটির বিশেষ তাৎপর্যকে সামনে রেখে ঢাকার বিভিন্ন স্থানে বিনামূল্যে ব্লাডে গ্লুকোজ পরিমাপের ব্যবস্থা করা হয়।
এদিকে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এক বর্নাঢ্য র‌্যালি বের করে। এতে প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন বিএসএমএমইউ’র প্রোভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসএমএমইউ পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ ভূঁইয়া, এন্ডোক্রাইনোলজি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. ফরিদউদ্দিন ও অধ্যাপক ডা. এম এ হাসনাত।
ডা

Spread the love