
দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥
দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ অমলেন্দু বিশ্বাস বলেছেন, মায়ের দুধ শিশু সুস্বাস্থ্য রক্ষায় সৃষ্টিকর্তার আশীর্বাদ। তাই মায়ের দুধের কোন বিকল্প নেই। মায়ের দুধ শিশুর অধিকার। জন্মের পর পরই শিশুকে শাল দুধ খাওয়ানো শিশু প্রথম টিকা পায়, শিশু সুস্থ্য থাকে, শিশুর শারীরিক বৃদ্ধি এবং বুদ্ধির বিকাশ ঘটে। সকল মা দের বুকের শাল দুধ নিজের সন্তানকে খাওয়ানোর মাধ্যমে পারিবারিক মমত্ববোধ গড়ে তুলতে সচেতন হতে হবে।
এবারের প্রতিপাদ্য বিষয় “শিশুকে মায়ের দুধ খাওয়ানো ঃ টেকসই উন্নয়নের চাবিকাঠি” সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর আয়োজিত সরকারি-বেসরকারি সংস্থাসমূহের সহযোগিতায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ (১-৭ আগষ্ট)-২০১৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করতে গিয়ে তিনি সভাপতির বক্তব্যে একথাগুলো বলেন। সকাল ১০ টায় সিভিল সার্জন কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেনারেল হাসপাতালের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। মূল প্রবন্ধ পাঠ করেন সিনিয়র শিশু কনসালটেন্ট ডাঃ মোঃ আব্দুর ওহেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সদর স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ইমদাদুল হক। প্রবন্ধের উপর আলোচনা করেন দিনাজপুর এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের হেলথ্্ অফিসার মোঃ আছাফুল ইসলাম সিদ্দিকী, সূর্যের হাসি ক্লিনিক কাঞ্চন সমিতি দিনাজপুরের ডাঃ মিনাল কান্তি রায়, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জিনাত রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াইদুর রহমান, মেরিস্টপের আবু সুফিয়ান, এফপিএবি’র জেলা কর্মকর্তা মোঃ ওহিদুজ্জামান, অনুঘক সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম বাবলু। বর্ণাঢ্য র্যালীতে এবং আলোচনা সভায় কাঞ্চন সমিতি, এফপিএবি, মেরিস্টপ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আরএইচস্টপ, কেয়ার বাংলাদেশ, পল্লী শ্রী, অনন্যা সংস্থা, স্কাউট, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট, অনুঘটক, দিনাজপুর পৌরসভা, স্বাস্থ্য বিভাগ সদর, পরিবার পরিকল্পনা বিভাগ, ব্র্যাক, লাইট হাউস, আলোহা সংস্থা ও জেনারেল হাসপাতালের চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।