
তাজুল ইসলাম, বিরল (দিনাজপুর) থেকেঃ বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ-২০১৫ উপলক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এডিপি’র আয়োজনে ছাত্রীদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিরল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর উচ্চ বিদ্যালয় এর ছাত্রীদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোহিদুল ইসলাম, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মোত্তালেব, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এডিপি’র প্রোগ্রাম অফিসার মি রিচার্ড তাপস দাস, মি. টনি, প্রেস ক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান প্রমূখ। খেলার নির্ধারিত সময়ে ম্যাচ টাই হওয়ায় মির্জাপুর উচ্চ বিদ্যালয়কে টাইব্রেকারে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিতে সক্ষম হয়।